রসায়নকে বলা হয় কোর সায়েন্স ।রসায়নকে ঘিরে আমাদের ভালোলাগা, জিজ্ঞাসা এবং সুচিন্তিত মতামত আদানপ্রদানের অন্যতম প্লাটফর্ম "ChemFusion Online seminar."
আপনাদের রাসায়নিক যাত্রাকে আরো উৎফুল্ল করতে এবং একজন রসায়নবিদ হিসেবে আপনার চলার পথ সুগম করার দিকনির্দেশনা নিয়েই আগামী ১৩ই জুন, ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে "Journey of a chemist episode-2".
উক্ত অনলাইন সেমিনারটিতে আমাদের মাঝে পূর্বের মত আরো একজন রসায়নবিদ তারই রাসায়নিক পথচলার গল্প শুনাবেন, বলবেন এই পথচলায় ঘটে যাওয়া সব অভিজ্ঞতা এবং একই সাথে আমাদেরকে কিছু উপদেশ ও দিকনির্দেশনা দিবেন যাতে করে দেশের রসায়ন পরিবারের সদস্যদের পথচলা সহজ হয়।
এছাড়াও অনলাইন সেমিনারটিতে অংশগ্রহণকারীদের রসায়ন সংশ্লিষ্ট যেকোন প্রশ্ন থাকলে সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের আমন্ত্রিত অতিথি।
.
অনলাইন এই সেমিনারে অংশগ্রহণ করতে চাইলে কানেক্টেড থাকুন ChemFusion ফেসবুক পেইজে এবং একই সাথে ChemFusion এর অন্যান্য আয়োজনের সাথে আপডেটেট থাকতে,জয়েন করুন ChemFusion ফেসবুক গ্রুপে। রসায়ন এর শিক্ষার্থী হিসেবে আমাদের সাথে আপনার পথচলা শুভ হোক এই কামনা করছি।
.
For Episode-2:Our guest:
Mohammad Zia H Chowdhury,
PhD, CChem, MRSC
Research Associate
Electronic Engineering Department
University of York,UK
LinkedIn Profile:https://www.linkedin.com/in/zia-chowdhury-89b13233
.Schedule: 13thJune, 2020 /7.30 PM to 8.30 PM
.Organised By : ChemFusion